শেষ হলো শিশু অধিকার সপ্তাহের আয়োজন

কিশোর বাংলা প্রতিবেদন: গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের ছয় দিনব্যাপী আয়োজন শেষ হলো।  
বাংলাদেশ শিশু একাডেমীতে শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছিল ৭ অক্টোবর। শিশুদের জন্য প্রতিদিনই ছিল নানা আয়োজন। এর মধ্যে খেলনা মেলা, বায়োস্কোপ, আর্ট ক্যাম্পসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘ছোটদের জন্য বড় আয়োজন’ শীর্ষক এই আয়োজনে- আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ভিন্নধর্মী নানান কার্যক্রম রাখা হয়েছিল। এর মধ্যে শিশুদের সাঁতার শেখানোর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত ১০ অক্টোবর।
শুক্রবার শিশুদের সঙ্গে আলোচনায় অংশ নেন শিশু একাডেমির মহাপরিচালক ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুল করিম। আলোচনাটি সঞ্চালনা করে শিশু প্রতিনিধি সিয়াম হোসেন হৃদয়। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন স্কুলের শিশু, শিক্ষক ও অভিভাবকেরা অংশগ্রহণ করে তাদের মত প্রকাশ করেন। এসময় নিরাপত্তা নিয়ে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমীতে অটিস্টিক, ডাউনসিনড্রম, ব্রেইল পদ্ধতি ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ছিল শিশুদের প্রিয় সিসিমপুরের হালুম, ইকরি, টুকটুকি, ছাড়াও পুরো টিম।