শিশু হাসপাতালে বিনামূল্যে ২ শতাধিক শিশুর চিকিৎসা

কিশোর বাংলা প্রতিবেদন: বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে প্রায় দুই শতাধিক শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রমের তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এম এ হাকিম।
এ বিষয়ে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ জানান, দুপুর পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুই শতাধিক অসুস্থ শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে রাজধানীর দরিদ্র মানুষের সংখ্যাই বেশি। হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।