কিশোরবাংলাপ্রতিবেদন: একটা পরিবারে সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তাকে নিয়ে অভিভাবকেরা বিভিন্ন স্বপ্ন বুনতে শুরু করে। তারা চায় সন্তান বুদ্ধিমান হোক, অন্য সবার থেকে আলাদা হোক। কিন্তু জন্মসূত্রেই শিশু অন্য সবার থেকে একটু বেশিই বুদ্ধিমান হতে পারে। সেটা তার আচার-আচরণ দেখেই আঁচ করা যায়।
শিশু কখন কথা বলতে শেখে
শিশুরোগ বিশেষজ্ঞদের গবেষণা মতে, একবছর বয়সের মাথায় শিশুরা দুই-একটা কথা বলতে শেখে। দেড় বছর হলে কথা আরও আরও স্পষ্ট হতে থাকে। তবে এই অবস্থার বাইরে যদি শিশু আগেই কথা বলতে শিখে যায় তাহলে ধরে নেবেন সে অন্য শিশুদের তুলনায় বুদ্ধিমান। তার শেখার ক্ষমতা ভালো, তার প্রতি মনোযোগী হন।
শিশুর বসতে শেখা
শিশুদের বসতে শেখা, হামাগুড়ি দেওয়া, দাঁড়াতে শেখা— প্রত্যেকটিরই একটি নির্দিষ্ট সময় আছে। আপনার সন্তান যদি সেই সময়ে যাওয়ার আগেই অর্থাৎ অন্য শিশুদের তুলনায় বেশি এগিয়ে থাকে তাহলে সেগুলো বুদ্ধিমান হয়ে ওঠার অন্যতম লক্ষণ।
সবার সঙ্গে মানিয়ে চলা
যেই শিশুরা অপেক্ষাকৃত বুদ্ধিমান, তাদের ছোট থেকেই যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের ক্ষমতা অনেক বেশি হয়। তারা অচেনা অপরিচিত ব্যক্তিদের সঙ্গেও খুব সহজেই মানিয়ে নিতে পারে। এককথায় তারা যথেষ্ট মিশুক হয়, অচেনাদের ভয় পায় না।