শিশু বিকাশে ৩৪ কোটি ডলার দিচ্ছে ইউনিসেফ

কিশোর বাংলা প্রতিবেদন: বাংলাদেশে শিশুর বিকাশ ও উন্নয়নে চার বছর মেয়াদি একটি কর্মসূচি বাস্তবায়নে ৩৪ কোটি ডলার অনুদান দিচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল-ইউনিসেফ।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় দুই হাজার ৭৫৪ কোটি টাকা।
রোববার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে ইউনিসেফের সঙ্গে সরকারের একটি চুক্তি সই হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এই অর্থ দিয়ে চার বছরের যে কর্মসূচি বাস্তবায়িত হবে তার আওতায় শিশুর জন্মনিবন্ধন, শৈশবকালীন বিকাশ রুদ্ধ হওয়ার ঝুঁকি হ্রাসকরণ, সহিংসতা প্রতিরোধ, কিশোর-কিশোরীদের শিক্ষার সুযোগ সৃষ্টি, শিশু স্বাস্থ্য উন্নয়ন, অংশগ্রহণমূলক কার্যক্রম, বাল্যবিয়ে রোধ, শিশু অধিকারের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা কার্যক্রম গ্রহণ করা হবে।
দেশের ১৫টি মন্ত্রণালয়, বিভাগ, সিটি করপোরেশন ও বিভিন্ন নাগরিক সংগঠন কর্মসূচি বাস্তবায়নে যুক্ত থাকবে।