কিশোরবাংলাপ্রতিবেদন: শিশু, প্রতিবন্ধীদের জন্য কাউন্টার নেই চিড়িয়াখানায়। লাইনে দাঁড়ালে বড়রা ঠেলে সরিয়ে দেন। আবার ঘুরে এসে দাঁড়াতে হয়। বড় এবং শিশু উভয়দেরই টিকিটের জন্য ৩০ টাকা দিতে হয় । প্রতিবন্ধী বাদে ২ বছরের বেশি বয়সি প্রত্যেকের জন্য সরকার নির্ধারিত টিকিট মূল্য ৩০ টাকা।
টিকিট নিয়ে এমন বিড়ম্বনায় পড়তে হয় জাতীয় চিড়িয়খানায় ঘুরতে আসা শিশু, নারী ও প্রতিবন্ধীদের ।চিড়িয়াখানায় ঘুরতে এসে টিকিটের জন্য হয়রানির শিকার হতে হয় কয়েক দফায়।
খোঁজ নিয়ে জানা গেছে, চিড়িয়াখানায় প্রবেশের জন্য ১৩টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়। তবে সেখানে একটি কাউন্টারও নারী ও শিশুদের জন্য নেই। সব কাউন্টারে নারী-পুরুষ, শিশু সকলকেই একসঙ্গে দাঁড়িয়ে টিকিট নিতে হচ্ছে। এমনকি প্রতিবন্ধীদেরকেও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করে টিকিট নিতে হচ্ছে বলেও জানা গেছে।
বিভিন্ন উৎসবের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। এতে করে টিকিট নিতে প্রত্যেককেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ১৫-২০ মিনিট।
টিকিট নেওয়ার এই প্রক্রিয়ায় পুরুষের কোনো সমস্যা না হলেও বিপাকে পড়তে হচ্ছে নারী, শিশু এবং প্রতিবন্ধীদেরকে। কে আগে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন এমন প্রতিযোগিতায় তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুরুষের সঙ্গে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয় নরীদের। তার মধ্যে অনেক বখাটে ছেলেরাও রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ নারী শিশু এবং প্রতিবন্ধীদের জন্য একটা কাউন্টার আলাদা করলেই সমস্যর সমাধান সম্ভব।