শিশু ‘ছিনতাইকারী’ বানরকে খুঁজছে পুলিশ

কিশোর বাংলা প্রতিবেদন: ভারতের উড়িষ্যায় একটি শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক বানরকে খুঁজছে পুলিশ। বাড়ি থেকে ছিনতাই হওয়ার পরদিন একটি কুয়ার মধ্যে শিশুটির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।
ওড়িষ্যার কটক জেলার বানকি এলাকার তালাবাস্তা গ্রামে শনিবার সকালে নবজাতক শিশুটির মায়ের চোখের সামনে এ ঘটনা ঘটলেও নিজের ছেলেকে বাঁচাতে তিনি কিছুই করতে পারেননি।
বানরটি বাড়িতে ঢুকে ১৬দিন বয়সের শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলে জানায় এনডিটিভি। পুলিশ ও বনবিভাগের নিরাপত্তারক্ষীরা সারাদিন খোঁজাখুঁজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
নবজাতকের এক আত্মীয় কুয়ার মধ্যে শিশুটির মৃতদেহ দেখতে পায় এবং গ্রামবাসীদের সহায়তায় মৃতদেহটি তুলে আনে।
পুলিশ জানায়, যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখানে অনেক বানর বাস করে এবং বানর প্রায়ই মানুষের বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করে। কিন্তু শিশু চুরির ঘটনা খুব একটা দেখা যায় না বলে জানান তিনি।
বানরটিকে এক সপ্তাহের মধ্যেই ধরতে পারবে বলে আশা করছে পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা পিসি প্রধান বিবিসি’কে বলেন, “ওই এলাকায় বানর দলের স্থানীয়দের বাড়িতে ঢুকে খাবার চুরির ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু শিশু নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম।”
বানর ধরতে পারদর্শী স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ বানরটি পাকড়াও করার জোর চেষ্টা করছে বলে জানান তিনি।
শিশুটির মৃতদেহ পরীক্ষার পর চিকিৎসক গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাননি। তাদের ধারণা, কুয়ার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।