শিশু চুরির গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

কিশোর বাংলা প্রতিবেদন: প্রায়ই শহরে শিশু চুরির ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্পটা মানহা-র’। বাবা-মা’র দূরত্ব কিংবা বাবা-মা’র অমনোযোগিতার কারণে শিশুরা হারিয়ে গেলে বাবা-মা’র অনুভূতি ও ঘটনাক্রমে পরিবারের উপর নেমে আসা দুর্দশার চিত্র ফুটে উঠেছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
ব্যাঙ নিবেদিত, সৈকত ইসলামের কাহিনি ও চিত্রনাট্যে, স্বপ্নবাজ-এর ব্যানারে সিজাত-র পরিচালনায় নির্মিত হয়েছে এটি।
সমাজের বৃহৎ শ্রেণির মানুষদের মাঝে এখনো ছোট শিশুদের নিয়ে সচেতন দৃষ্টিভঙ্গী অনুপস্থিত। শিশু সন্তান বিষয়ক সচেতনতার বিষয়বস্তুটি এ চলচ্চিত্রে চিত্রায়িত হয়েছে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, বেইলী রোডের ওভার ব্রিজ, খিলগাঁও, গোলাপ বাগসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে চলচ্চিত্রটি।
সুহৃদ মডেল ফেয়ার প্রযোজিত এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাবিব জাকারিয়া, মানহা, সৈকত ইসলাম, হাসান মাহমুদ, বাবু ও হাসিনুর।