কিশোরবাংলাপ্রতিবেদন: শিশুদের নির্মিত চলচ্চিত্র নিয়ে ঢাকায় শুরু হলো ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আনন্দময় জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে গিয়ে ফ্রেমে মাটি ও মানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিলো একদল খুদে চলচ্চিত্র নির্মাতা ।
তাদের সেসব চলচ্চিত্র নিয়ে রাজধানীর চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে শনিবার থেকে ঢাকায় শুরু হলো ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ উৎসবের উদ্বোধন করেন।
কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবার উইকহ্যাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উপদেষ্টা পরিষদের সভাপতি মুস্তাফা মনোয়ার। উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
অর্থমন্ত্রী বলেন, “শিশু জীবন বড় আনন্দের, এই জীবন উৎসবের। এই উৎসবের জীবনের প্রতিটি মুহূর্ত শিশুদের উপভোগ করতে দিতে হবে। শিশুরা নির্মাণ করছে, এ তো তাদের আনন্দের বহিঃপ্রকাশ। চলচ্চিত্রে তারা বলুক আনন্দময় জীবনের কথা।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, চলচ্চিত্র বিকাশের পথে এখনও অনেক বাধা রয়ে গেছে। চলচ্চিত্রে এখন থোক বরাদ্দ প্রয়োজন।
মুস্তাফা মনোয়ার বলেন, “আজকের শিশুরা তাদের কল্পনাশক্তির বিকাশ ঘটিয়েছে। যে শিশুরা এটা করতে পারে, তারা কখনো কোনো অন্যায় করতে পারে না।”
চলচ্চিত্র উৎসব পরিচালক মোহাম্মদ আবীর ফেরদৌস জানিয়েছেন, ঢাকার মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে শওকত ওসমান মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে।