শিশু চত্বরে ক্ষুদে প্রাণের কোলাহল

কিশোর বাংলা প্রতিবেদন: অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণের শিশু চত্বরে ঝাঁকে ঝাঁকে ক্ষুদে প্রাণের কোলাহল। শিশু চত্বর ঘিরে সবার কন্ঠে ইকরি এসো, টুকটুকি এসো, হালুম এসো-ধ্বনি। 

শিশুদের ডাকের সঙ্গে সঙ্গে পর্দা উঠিয়ে প্রথমে বই হাতে মঞ্চে প্রবেশ করে সিসিমপুরের প্রিয় চরিত্র টুকটুকি। টুকটুকির পর একে একে প্রবেশ করে হালুম, ইকরিও। সবাই টিভিতে দেখা টুকটুকিকে বাস্তবে একটু ছুঁয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বই মেলায় শিশু প্রহরের দৃশ্য ছিলো এমন। সকাল ১১টায় মেলার গেট খুলে দেয়ার সঙ্গে সঙ্গেই ছোট্ট শিশুদের সঙ্গে নিয়ে আসতে শুরু করে অভিভাবকরা।

বাহারি বইয়ে আগ্রহের পাশাপাশি শিশু চত্বরে সিসিমপুরের আয়োজন নিয়ে শিশুদের ছিলো বাড়তি উন্মাদনা। হালুম, টুকটুকি ও ইকরিদের বিনোদনে শিশুরা যেন হারিয়ে যায় ভিন্ন এক জগতে।

সিসিমপুরের বিনোদনে বাবা মায়ের কাছ থেকে বই কেনার কথা একবারো ভোলেনি এই সকল ক্ষুদে শিশুরা। মেলায় আসা সব ক্ষুদে পাঠকদের কাছেই ছিলো রঙিন মলাটে আবদ্ধ ডাইনোসর, রূপকথার পরী, ভুতের গল্পের বই।

বিক্রেতারা জানায়, মেলায় শিশুরা এলেই বই না কিনে ফেরে না। প্রথম থেকে গ্রন্থমেলায় শিশুদের বইয়ের বিক্রি ভালো।