শিশু ক্লাব সদস্যদের পথনাটক মঞ্চায়ন

কিশোর বাংলা প্রতিবেদন: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে জাতীয় দিবস উপলক্ষে শিশু ক্লাব সদস্যদের সচেতনতামুলক পথনাটক মঞ্চায়িত হয়েছে।
সোমবার বিকালে কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় পথনাটক মঞ্চায়িত হয়।
কুশখালী ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোছা. মনজুরা খানম ইতি সচেতনতামুলক পথনাটক “ওপেন্টি বায়োস্কোপ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, সহকারি প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, সহ-শিক্ষক মো. মুজিবর রহমান, মো. মফিজুল ইসলাম, আইনুন নাহার, সাংবাদিক মো. নাজমুল আরেফিন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন, আবদুল আলীম, মনিরা খাতুন প্রমুখ।
এছাড়া সকালে সাতানী ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুরে বাউকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটকটি মঞ্চায়িত হয়।