কিশোরবাংলাপ্রতিবেদন: রাজধানীর শিশু একাডেমিতে চলছে সাতদিনব্যাপী খেলনা মেলা। বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। প্রচারই মূল লক্ষ্য হলেও বিক্রি সন্তোষজনক বলে জানান অংশগ্রহণকারীরা।
শিশুদের এমন বাহারি সব খেলনা কোন দোকানে নয়, বরং শোভা পাচ্ছে রাজধানীর শিশু একাডেমির খেলনা মেলায়। যেখানে রয়েছে দেশী-বিদেশী ৭টি স্টল। প্রথমবারের মত আয়োজিত এই মেলার অধিকাংশ স্টলেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি। রয়েছে হরেক রকম পুতুল, ট্রেন, বিমান, ঘোড়া, কাঠের তৈরি বাড়িসহ বৈচিত্র্যময় সব খেলনা। তবে দেশের চেয়ে বিদেশী খেলনারই প্রাধান্য বেশি। বিক্রির চেয়ে প্রচারই মূল উদ্দেশ্য হলেও বিক্রি হচ্ছে ভালই।
শিশুদের বিনোদনের জন্য মেলার এক পাশে রয়েছে ট্রেন, বায়োস্কোপসহ বেশ কিছু রাইড। যেখানে বাচ্চাদের ভিড়টাও চোখে পড়ার মতো। ছোটদের আবদার রাখতে সাধ্যের মধ্যে পছন্দ হলে কেনা হচ্ছে আকর্ষণীয় খেলনাও। তবে দাম নিয়ে অনেকেরই রয়েছে অভিযোগ। সাত দিনব্যাপী এ মেলা খোলা থাকবে বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত।