কিশোরবাংলাপ্রতিবেদন: দেশের সব শিশুকে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে হবে। একইসঙ্গে নিজেদের বিরত রাখতে হবে মাদকসহ সব খারাপ কাজ থেকে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের কর্মশালা আয়োজনে এমন কথায় বলছিলো শিশু প্রতিনিধি ও আয়োজনের সভাপতি উম্মে মোবাসশিরা।
‘গড়তে শিশুর ভবিস্যৎ, স্কুল হবে নিরাপদ’ প্রতিপাদ্যে সোমবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু।
প্রধান অতিথি বলেন, শিশুদের বিকাশে মা-বাবা এবং শিক্ষকদের ভূমিকা অনেক। শিশুদের সামনে ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি টিভিতে শিশুদের নিয়ে সিরিয়াল না দেখে তাদের মনস্তাত্ত্বিক বিকাশে সাহায্য করে এমন অনুষ্ঠান দেখা উচিত।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট শাবনাজ জেহেরীন। তিনি বলেন, ছোটদের অনেক কথা বলার আছে। তাদের কথা শুনতে হবে। তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, খারাপ-ভালো সম্পর্কে ধারণা দিতে হবে। তবেই তারা সব খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে পারবে।