শিশুশ্রম নিরসনে অ্যাওয়ার্ড পেলেন শ্রম প্রতিমন্ত্রী

কিশোর বাংলা প্রতিবেদন: শিশুশ্রম নিরসনে শ্রম প্রতিমিন্ত্রীর পাওয়া গ্লোবাল অ্যাওয়ার্ডের ক্রেস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

মন্ত্রিসভার বৈঠকে এ গ্লোবাল এ্যাওয়ার্ডের ক্রেস্ট তুলে দেন শ্রম প্রতিমন্ত্রী।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন ও শিশু শ্রম নিরসনে অবদানের জন্য ‘গ্লোবাল অ্যাওয়ার্ড অব চাইল্ড লেবার এলিমিনেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অব ওয়ার্কার্স সিচ্যুয়েশনস’ লাভ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অষ্ট্রিয়ান সোস্যাল ডেমোক্রেটস ‘এন্টি চাইল্ড লেবার শ্লোগান’ ২০১৭ সালের জন্য বাংলাদেশের শ্রম প্রতিমন্ত্রীকে এ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত করে।

এ ছাড়া গত ৮ নভেম্বর ক্ষমতাসীন অষ্ট্রিয়ান সোস্যাল ডেমোক্রেট পার্টির সদস্য এবং ভিয়েনা চেম্বার অব কর্মাসের ভাইস প্রেসিডেন্ট সিনেটর আরনেস্ট ডাব্লিউ গ্রাফ্ট সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীকে এ গ্লোবাল অ্যাওয়ার্ডের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন।