শিশুশিল্পী অপর্ণার আঁকায় শিশুদের বই

কিশোর বাংলা প্রতিবেদন: দশ বছর বয়সি শিশু অপর্ণা ইবনাত আমিন পড়াশোনা করছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের গোথাম অ্যাভিনিউ স্কুলে। অপর্ণার লেখাপড়ার শুরু ঢাকার ছায়ানটের নালন্দা স্কুলে। সেখানেই আঁকাআঁকির স্বপ্নবীজ তার ভেতরে রোপিত হয়েছিল। একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে।

এরপর বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েও ছবি আঁকা ছাড়েনি সে। বরং স্কুলের শিক্ষা কারিক্যুলামে ছবি আঁকার বিষয়টিকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে, তাতে তার আগ্রহ আরও বেড়ে যায়। স্কুল থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েও পুরস্কৃত হয়েছে অপর্ণা। এমনিতে লেখাপড়াতেও বেশ ভালো অপর্ণার ছবিগুলো প্রশংসিত হচ্ছে।

এবার একটি শিশুতোষ বইয়ের প্রচ্ছদ ও ভেতরের অলঙ্করণের কাজ করেছে এ শিশুশিল্পী। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বইটি প্রকাশিত হয়েছে।