নিখোঁজের ২২ ঘন্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

কিশোর বাংলা প্রতিবেদন: ময়মনসিংহের ফুলবাড়িয়ার ২২ ঘন্টা পর সোমবার দুপুর ১টার দিকে শিশু সেজাদের (৭) লাশ কলমদারী নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
গতকাল রবিবার বিকাল ৩টার দিকে বাসার কাছ বয়ে যাওয়া কলমদারী নদীর পাড় থেকে নিখোঁজ হয় সে। ঘটনাটি স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা দায়সারা অভিযান শেষ করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পুটিজানা ইউনিয়নের  বৈলজান গ্রামের দুই সন্তানের জনক কাপড় ব্যবসায়ী হযরত আলী স্থানীয় শিবগঞ্জ বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধি সেজাদের গতকাল রবিবার বিকাল ৩টার দিকে বাসার ভিতরে  সর্বশেষ   জেঠা হাফিজুল ইসলাম স্বপনের সাথে কথা হয়। গোসল করে ভাত খাওয়ার কথা ছিল সেজাদের।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস জেঠার সাথে ভাত খাওয়া হয়নি। হয়তবা সেখান থেকে বের হয়ে নদীতে চলে যায়। পরিবারের সদস্যরা আরও জানান, নদীর পাড়ে সেজাদের এটি জুতো পড়া ছিল আরেকটি জুতা একটু দূরে নদীতে ভাসতে ছিল। কিন্তু সেজাদকে কোথাও না পেয়ে বাবা-মা পাগল প্রায়। খবর দেয়া হয় থানায় ও ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের ডুবুরীরা ৩০মিনিটের মধ্যে অভিযান সমাপ্ত করে চলে আসে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কথা হয় ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো: নুরুল ইসলামের সাথে। তিনি জানান স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেনি শিশুটি নদীতে পড়েছে। তারা কিছু আলামত বলেছে সেই হিসাবে তাদের সন্দেহের প্রেক্ষিতে ডুবুরী দল সার্চ করেছে।
এদিকে নদীর তেমন গভীরতা এবং স্রোত না থাকায় সরকারী বাহিনীর আশায় না থেকে স্থানীয় লোকজন জড়ো হয়ে তল্লাশিতে নামেন। তল্লাশির ১০মিনিটের মাথায় কামরুল ইসলাম (২৫) নামের এক যুবক সেজাদের নিথর লাশ নিয়ে পাড়ে উঠে আসেন।