কিশোরবাংলাপ্রতিবেদন: শিশু প্রহরটা শুধুই শিশুদের। তাই অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে শুরু হওয়া শিশু প্রহর মুখরিত হয়েছিল ছোট্ট ছোট্ট শিশুদের পদচারণায়। হাজারো বইয়ের সঙ্গে নিজের সন্তানকে পরিচয় করিয়ে দিতে সাথে ছিলেন মা-বাবারাও।
বইমেলায় গিয়ে দেখা যায় শিশুদের স্বতঃস্ফূর্ত পদচারণায় মুখর করে তুলেছে গ্রন্থমেলার শিশু কর্নার।ছোট বয়স থেকেই বই পড়ার ভিত্তিটা মজবুত করলে বইয়ের মাঝেই খুঁজে পাওয়া যায় অনাবিল আনন্দ- এমনটাই জানান মেলায় আসা অভিভাবকরা।
অক্ষর চেনে না, বই কি বোঝে না এমন শিশুদেরও বই মেলায় নিয়ে আসতে ভুল করেননি অনেক অভিভাবক। মেলায় আসা এক মা বলেন, ‘পড়াশুনার সেরকম বয়স হয় নাই। বিভিন্ন ধরনের ফল ফুল পশু-পাখির ছবি যাতে দেখে দেখে বলতে পারে এজন্য এসব বই খুঁজছি।’
ঘুরে ঘুরে পছন্দের বই কিনতে আসে অনেক ছোট্ট শিশু। বিকেলে সব বয়সী পাঠক সমাগমের ঝক্কি এড়াতে, শিশু প্রহরেই সন্তানকে নিয়ে আসতে সাচ্ছন্দ্য বোধ করেন অনেক মা-বাবা। এদিকে, মেলার মূল আকর্ষণ ছিল শিশুচত্বরে সিসিমপুরের পরিবেশনা।
অনেক শিশুরা পছন্দের কার্টুন আছে এমন বই খুঁজে বেড়ান মেলাজুড়ে। অভিভাবকরা মনে করেন, কার্টুনের মাধ্যমে হলেও বইয়ের প্রতি এই যে আকর্ষণ তা একটু হলেও তাদের পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।