কিশোরবাংলাপ্রতিবেদন: শিশুদের অংশগ্রহণে নানা ধরনের লোকজ খেলায় বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন করেছে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার’। শনিবার রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় আয়োজিত এসব খেলার মধ্যে ছিলো মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, হাঁড়িভাঙা খেলা ও সাতচারা খেলা।
এর আগে সকালে অনুষ্ঠানের শুরুতে পাঠাগারের সদস্যরা নিজেদের তৈরি করা বিভিন্ন ধরনের মুখোশ, প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা নিয়ে এলাকা প্রদক্ষিণ করে।
নববর্ষ উপলক্ষে বাতাসা, চিনির পুতুল, নকুল দানাসহ বিভিন্ন খাবার দিয়ে পাঠাগারের সদস্য ও উপস্থিত অতিথি-দর্শকদের আপ্যায়িত করা হয়।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সবার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয় করেন পাঠাগারের সভাপতি আলী মো. আবু নাঈম, অর্থ সম্পাদক ফাহিমা কানিজ লাভা, পাঠাগারের গানের শিক্ষক হেলালউদ্দিন ও সংগঠক বিপ্লব হোসাইন।