শিশুদের নিয়ে মিথিলা -র ‘বেড়ে ওঠার গল্প’

কিশোর বাংলা প্রতিবেদন: ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’ এ দীর্ঘ দিন ধরে চাকরি করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা। বর্তমানে তিনি এর ‘আরলি চাইল্ডহুড ডেভেলপম্যান্ট’র প্রধান হিসেবে কর্মরত।
চাকরির সূত্রে শিশুদের নিয়ে কাজ করার সুযোগ হয়ে উঠেছে তার। এবার সেই কাজটি করতে যাচ্ছে রেডিওতে। অভিনয় ও গানের পর এবার রেডিওতে আরজে হিসেবে অভিষেক হচ্ছে মিথিলার।
কয়েক মাস আগে শিশুদের নিয়ে একটি শো করার কথা বলেছিলেন তিনি। তবে কবে নাগাদ সেই অনুষ্ঠানটি শুরু করবেন তা ঠিক ছিল না। অবশেষে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘বেড়ে ওঠার গল্প’ শিরোনামে তার একটি রেডিও অনুষ্ঠান। ৪ এপ্রিল থেকে প্রতি সপ্তাহের বুধবার এই আয়োজন রেডিও স্বাধীনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে।
মিথিলা বলেন, ‘শিশুদের নিয়ে কাজের পরিকল্পনা আগে থেকেই ছিল। শিশুর বিকাশ ও বৃদ্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে। শিশুদের  বিকাশ আমরা তেমন ভাবি না। এসব বিষয়ে সবাই যেন ধারণা পায় সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানে।’