ইউটিউবে চ্যানেল খুলে তা জনপ্রিয় করতে পারলে বিরাট ব্যবসা তাতে। এমনই এক চ্যানেল বিক্রি করে দিলেন যুক্তরাজ্যের এক দম্পতি। শিশুদের ছড়ার একটি চ্যানেল তৈরি করেছিলেন তাঁরা। ব্যাপক জনপ্রিয় ওই চ্যানেল তাঁরা কয়েক মিলিয়ন পাউন্ডে বিক্রি করেছেন।
ব্লুমবার্গ কুইন্টের এক প্রতিবেদনে বলা হয়, ‘লিটল বেবি বাম’ নামের চ্যানেলটি ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হয় এমন চ্যানেলের মধ্যে নবম স্থানে রয়েছে। চ্যানেলটি কিনেছে মুনবাগ নামের একটি প্রতিষ্ঠান। মুনবাগ নামের প্রতিষ্ঠানটিতে ওয়াল্ট ডিজনির সাবেক কর্মী রেনে রেচম্যান, আলফ্রেড চাব ও ওয়াইল্ডব্রেনের জন রবসনের বিনিয়োগ রয়েছে।
তবে চ্যানেলটি কিনতে কত টাকা দিতে হয়েছে, তা প্রকাশ করেননি তাঁরা। ধারণা করা হচ্ছে, কয়েক মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে তাঁদের।