শিশুদের ছবি নিয়ে মেলা করছে ‘বেবি পিক্সেলস’
কিশোর বাংলা প্রতিবেদন: একসময় স্টুডিওতে গিয়ে লাল–নীল ফুলবাগান প্রচ্ছদপটের সামনে শিশুকে কোলে নিয়ে ছবি তুলতেন মা–বাবা ও অভিভাবকরা। বাসার পুরনো অ্যালবামে এখনো এসব ছবি খুঁজে পাওয়া যায়।
সময় বদলালেও রয়ে গেছে সন্তানকে কোলে নিয়ে নানা ভঙ্গিমায় ছবি তোলার শখ। আর তা মনে রেখেই ঢাকার দৃক গ্যালারিতে ‘বেবি ফটোগ্রাফি এক্সিবিশন’ করতে যাচ্ছে আলোকচিত্রীর দল ‘বেবি পিক্সেলস’।
আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনব্যাপি ধানমন্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠেয় এতে নানা ধরনের আয়োজন থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এর আয়োজক সংগঠন মা ও শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘টগুমগু’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টগুমগুর ‘বেবি পিক্সেলস’ নামে ছবি তোলার একটি দল নানা কর্মসূচির মধ্য দিয়ে নবজাতক শিশুদের ছবি তুলে দেবে। থাকছে অভিভাবক কুইজ, ওল্ড চাইল্ডহুড ফটো কন্টেস্ট, বিজয়ীদের জন্য ফ্রি ফটোসেশন, ফ্যামিলি ফটোগ্রাফি কর্নার, ফটো বুথ ও বিশেষ কিছু অফার।