শিশুদের আলোকচিত্র প্রদর্শনী

কিশোর বাংলা প্রতিবেদন: শিশু মনের বিচিত্র খেয়ালে তোলা আলোকচিত্র নিয়ে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে হয়ে গেল একদিনের শিশুদের আলোকচিত্র প্রদর্শনী ‘আমার চোখে ঢাকা’।
শিশু-কিশোর বিষয়ক পত্রিকা দুরন্ত’র আয়োজনে এই আলোকচিত্র প্রদর্শনীতে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজপড়ুয়া ৫২ জন শিশু-কিশোরের তোলা ৭৮টি ছবি ঠাঁই পায়।
ঢাকার বিচিত্র শ্রেণি-পেশার মানুষের গল্পই বলে গেল অধিকাংশ কিশোরের ছবি। শিশু অধিকারের পক্ষে সুর মিলিয়ে এই শিশুরা তুলে আনলো অবহেলিত পথশিশুদের কথা, কেউ কেউ ফ্রেমবন্দি করেছে শিশু শ্রমিকদের হাড়ভাঙা খাটুনির গল্প। ক্ষুধার পীড়নে স্বপ্নীল কৈশোরের হারিয়ে যাওয়ার তীব্র যন্ত্রণার কথা ফুটে ওঠে ক্ষুদেদের আলোকচিত্রে।
ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আর স্ট্রিট ফটোগ্রাফি-ই বেশি করেছে এই কিশোররা। এক কিশোর ফ্রেমবন্দি করেছেন ফুটপাথের ধারে বেড়ে ওঠা এক কন্যাশিশুর দিনযাপনের গল্প।
ঢাকায় যৎকিঞ্চিৎ সবুজ আর জলাভূমি ধ্বংস করে আবাসন প্রকল্প, সুরম্য অট্টালিকা তৈরি করে কেড়ে নেওয়া হচ্ছে শিশুদের খেলার মাঠ। শিশুরা তারও প্রতিবাদ জানাল আলোকচিত্রে। কৃত্রিম সব আলো-আঁধারির বিপরীতে তাদের ছবির শিরোনাম হয় ‘ভালো নেই আলোতে’, ‘প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের পথে’, ‘আলোর তফাৎ’।
শুধু নেতিবাচক চিত্রই তুলে আনেনি শিশু-কিশোররা। তারা বলেছে, আশাবাদের কথাও- ‘আগামীর চোখে স্বপ্ন’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে’-ছবিগুলোতে ঢাকাকে বাসযোগ্য করে তোলারই প্রত্যয় ফুটে উঠেছে।