শিশুকে স্কুলে দেয়ার প্রস্তুতি শুরু

কিশোর বাংলা প্রতিবেদন: কয়েক মাস পরই নতুন বছর শুরু হতে যাচ্ছে। আপনার সন্তান কি চার বছর অতিক্রম করেছে? শহরের বাবা-মা সন্তানের বয়স চার বছর হলেই তাকে স্কুলে ভর্তি করে দেন। যদিও গ্রামাঞ্চলে এত অল্প বয়সে শিশুদের স্কুলে যেতে বেশি দেখা যায় না। চার বছরের মধ্যে শিশুকে স্কুলে দিতে চাইলে এখনই প্রস্তুতি শুরু করতে হবে।
 শিশুকে প্রথম স্কুলে ভর্তি করানোর সময় এগিয়ে আসতে শুরু করলে সব বাবা-মায়েরই দুশ্চিন্তা ও ভয় বাড়তে থাকে। তবে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করানোর পূর্বে কিছু পদক্ষেপ বা পূর্ব প্রস্তুতি গ্রহণ করলে দুশ্চিন্তা ও ভয় অনেকটা কমে যায়। শিশুকে প্রথমবার স্কুলে পাঠানোর আগে দরকার কিছু পূর্ব প্রস্তুতির। তাই আসুন, জেনে রাখা যাক শিশুকে প্রথম স্কুলে দেয়ার আগে কী কী প্রস্তুতি নেয়া উচিত।
সন্তানকে প্রথম স্কুলে ভর্তি করাতে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, স্কুলে ভর্তির পর এ বয়সী শিশুদের ওপর বাড়তি চাপ যেন না পড়ে। স্কুলে ভর্তির পর প্রথমেই তাকে কিছু নিয়মকানুনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রথম যেটা প্রয়োজন তা হলো তাকে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। অনেক শিশুই সকালে ঘুম থেকে উঠতে চায় না। যে স্কুলে শিশুকে ভর্তি করাতে হবে সেই স্কুলের সঙ্গে কমবেশি পরিচিত করাতে পারলে ভালো হয়।
বোঝার চেষ্টা করুন সে কোন দিকে মনযোগ দেয়। শিশুর মাঝে যদি গল্প শোনার ঝোঁক থাকে তাহলে তাকে পাশে নিয়ে কোনো একটি বই থেকে শিশুকে মজার মজার গল্প পড়ে শোনান। এ ক্ষেত্রে গল্পগুলো যদি শিশুর ভালো লাগে তাহলে সে নিজেও গল্প পড়ার জন্য কীভাবে বানান করে পড়তে হয় তা শিখতে আগ্রহী হবে।
এ ক্ষেত্রে অনেক বাবা-মা’ই একেবারে প্রথম দিন থেকেই শিশুর হাতে চক বা পেন্সিল তুলে দিয়ে তাকে লেখা শেখানোর চেষ্টা করেন। তবে চক বা পেন্সিল হাতে দেয়ার আগে শিশুকে যদি বিভিন্ন খেলার সামগ্রী দিয়ে বা ছোট ছোট খেলনা দিয়ে বর্ণমালা তৈরি করতে শেখান তবে তার প্রাথমিক ভিত্তিটা সহজেই তৈরি হয়ে যাবে।
স্কুলে দেয়ার আগে প্রাথমিক প্রস্তুতি হিসেবে শিশুকে বর্ণমালা, কিছু ছড়া ও সাধারণ জ্ঞান বিষয়ে শিখিয়ে নিতে হবে। আজকাল বাজারে বিভিন্ন ধরনের শিক্ষণীয় খেলনা, লোগোর বর্ণমালা, শব্দের সঙ্গে মিল করে বিভিন্ন ফল, ফুল ও জীবজন্তুর ছবি সংবলিত বই পাওয়া যায়।
এর মাধ্যমে শিশুরা প্রাথমিক লেখাপড়া শিখতে উৎসাহী হতে পারে। শিশুকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে সামর্থ্য অনুযায়ী আকর্ষণীয় স্কুলব্যাগ, পেন্সিল বক্স, স্কেল, পেন্সিল কাটার, রাবার, টিফিন বক্স, ছবি আঁকার সরঞ্জাম, পানির পট ইত্যাদি দিতে হবে। এতে শিশুর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ বাড়বে।