কিশোরবাংলাপ্রতিবেদন: প্রস্তাবিত বাজেটে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে শিশুদের জন্য বরাদ্দ বাড়ানোর প্রশংসা করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ কমানোর সমালোচনা করেছে সেভ দ্য চিলড্রেন।
ঢাকার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০১৮-১৯ অর্থবছরের শিশু বাজেটের পর্যবেক্ষণ তুলে ধরেন যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের উপ-পরিচালক আশিক ইকবাল।
তিনি বলেন, “বাজেটের যে প্রবৃদ্ধি সেখানে শিক্ষাখাতে বাজেট বেড়েছে মাত্র ৫ দশমিক ২ শতাংশ এবং স্বাস্থ্যখাতে ১৩ দশমিক ২ শতাংশ। আবার সমগ্র বাজেটের অংশ হিসেবে এই দুটি গুরুত্বপূর্ণ খাতেই বরাদ্দ কমেছে।
“আমাদের সবচেয়ে বড় উদ্বেগ শিক্ষাখাতে বরাদ্দ নিয়ে। শিক্ষায় গতবারের ১২ দশমিক ৬ শতাংশ থেকে এবার ১১ দশমিক ৪ শতাংশ হয়েছে। মোট বাজেটের ২০ শতাংশ বাজেট বরাদ্দ দিতে জাতিসংঘের নির্দেশনা নিয়ে অনেক দেশ এগোলেও আমাদের দেশে কমছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবেনা।”
একই সঙ্গে স্বাস্থ্যখাতের বরাদ্দ গতবারের তুলনায় দশমিক এক শতাংশ কমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের সক্ষমতার তুলনায় স্বাস্থ্যখাতের এই বরাদ্দ যথেষ্ট নয়।”
শিক্ষা-স্বাস্থ্যের বরাদ্দ সামগ্রিকভাবে শিশুদের ওপর বড় রকমের প্রভাব ফেলে মন্তব্য করেন আশিক।