শিক্ষার সুযোগ বঞ্চিত ৬৯ শতাংশ রোহিঙ্গা শিশু-কিশোর

কিশোর বাংলা প্রতিবেদন: মিয়ামনার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ৬৯ শতাংশ শিশু-কিশোর ও তরুণ এখনও শিক্ষার সুযোগ বঞ্চিত। পরিস্থিতি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)।
আইএসসিজি’র সমন্বয় কর্মকর্তা ও মুখপাত্র সৈকত বিশ্বাস বেনারকে বলেন, “বিশ্বের আর কোথাও মাত্র এক বছরের ৩১ শতাংশ শরণার্থী শিশু শিক্ষার আওতায় আসেনি। আমাদের এখানে এখনও রোহিঙ্গাদের জীবন রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।”
রোহিঙ্গা শিশুদের জন্য পাঠ্যক্রম প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলেও জানিয়েছে আইএসসিজি। পাঁচ থেকে সাত বছর এবং আট থেকে ১২ বছর বয়সীদের পাঠ্যক্রম তৈরি হয়ে গেছে, যা এখন পর্যালোচনা করা হচ্ছে। ১৩ থেকে ১৫ এবং ১৬ থেকে ১৮ বছর বয়সীদের পাঠ্যক্রম আগামী ১৫ অক্টোবর চূড়ান্ত হবে।