কিশোরবাংলাপ্রতিবেদন: নওগাঁর বদলগাছীতে নিজ উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছেন সমাজ সেবক আলহাজ্ব নজরুল ইসলাম। ২০১৪ সালে উপজেলার চকআলম গ্রামের আলহাজ্ব নজরুল ইসলাম তার ব্যক্তিগত উদ্যোগে বদলগাছী ব্রিজের পূর্বপাশে বদলগাছী প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করেন।
ব্যতিক্রমধর্মী বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই অটিষ্টিক, বাক প্রতিবন্ধীসহ প্রায় ১০ ধরনের প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয়টি স্থাপিত। উপজলার বিভিন্ন গ্রাম থেকে বিদ্যালয়টিতে মোট ১২৭ জন অটিষ্টিক, বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা শিক্ষা গ্রহণ করছে। এসব শিশুদের শিক্ষার জন্য নিরলস ভাবে কাজ করছেন নিবেদিত ১৪ জন শিক্ষক, কর্মচারী। এদের মধ্যে কেউই কোন বেতন-ভাতা পান না। তারা সমাজের জন্য অতি জরুরী প্রয়োজনীয় মনে করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন বলেন, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন দিবসে স্বাভাবিক শিশুদের পাশাপাশি আমার স্কুলের প্রতিবন্ধী শিশুরাও অংশগ্রহণ করে। তাই অবহেলা করে প্রতিবন্ধী শিশুদের ঘরে বসে না রেখে স্কুলে আনার জন্য পিতা-মাতার প্রতি আহ্বান জানান তিনি।