এক কৃপণ কোনো এক পত্রিকায় বিজ্ঞাপন দেখল যে, এক মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন। তার গ্রুপের সঙ্গে মিল থাকায় সে পত্রিকায় দেওয়া ঠিকানা মতো ওই রোগীর সঙ্গে যোগাযোগ করল। তো ওই কৃপণ লোক সেই রোগীকে ১ ব্যাগ রক্ত দিলো। রোগী ভদ্রলোক সুস্থ হয়ে কৃপণ লোকটিকে ১ লাখ টাকা দিলো।
এর কয়েক মাস পর ওই রোগীর আবার রক্তের প্রয়োজন হওয়ায় সে সেই কৃপণ লোকটিকে খবর দিল। কৃপণ লোকটি আরো ১ লাখ টাকার লোভে আবার ১ ব্যাগ রক্ত দিল। রক্ত দেওয়ার পরে রোগী ভদ্রলোক তাকে ১শ’ টাকার ১টি নোট দিল। কৃপণ লোকটি তাকে বলল-
কৃপণ : ভাই, এর আগে রক্ত দেওয়ার পর আমাকে ১ লাখ টাকা দিয়েছিলেন। আজ ১শ’ টাকা কেন?
ভদ্রলোক : কী করবো ভাই? আমার শরীরে যে কৃপণের রক্ত ঢুকে গেছে।