শরণার্থী শিশুদের ব্যাপারে ট্রাম্পের বিপরীতে অবস্থান জাতিসংঘের

কিশোর বাংলা প্রতিবেদন: শরণার্থী শিশুদের পরিবার হারা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নীতি অবলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। যেসব শিশু মেক্সিকো থেকে তাদের পরিবারের সঙ্গে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তাদের আটকে রাখার জেরে এ ধরনের কথা বলা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, যেসব পরিবার সীমান্ত অতিক্রম করে আসছে, তাদের শিশুদের আলাদা করার হার শূন্যে নামিয়ে নিয়ে আসতে হবে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নিজেদের কিংবা পরিবারের কারো অপরাধের জন্যই শিশুদের পৃথক করাটা ঠিক নয়। তাদের আটকে রাখাটার ফলও কোনোভাবেই ভালো হতে পারে না। এতে করে তাদের মানবাধিকারও লঙ্ঘন হয়।
আরো বলা হয়, শরণার্থী শিশুদের আটকে রাখা এবং পরিবার বিচ্ছিন্ন করে ফেলাটা বিধিবহির্ভূত এবং বেআইনি। এতে করে তাদের পারিবারিক জীবন কেড়ে নেওয়া হয়, যেটা চরম অপরাধ।