লাফিয়ে বাড়ছে শিশু পাচারের সংখ্যা

কিশোর বাংলা প্রতিবেদন: ভারতে বড়সড় সমস্যা হয়ে দেখা দিয়েছে শিশু পাচার৷ সদ্য প্রকাশিত এক রিপোর্টের তথ্য বলছে, ২০১৬ সালে ওই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৭২৩৷  গতবছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি৷ হাজার হাজার শিশু পাচার হলেও মাত্র ৪০.৪ শতাংশ ঘটনার মামলা রুজু হয়েছে৷ পুলিশের কাছে দাখিল হয়েছে চার্জশিট৷ সুবিচার পান মাত্র ২২.৭ শতাংশ অভিযোগকারী৷
রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে দেশ জুড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে ১৫ হাজার ৩৭৯ জন পাচার হয়ে গিয়েছেন৷ তার মধ্যে ৮,১৩২টি ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ উদ্ধারের সংখ্যাও খুব একটা আশাব্যঞ্জক নয়৷ তথ্য অনুযায়ী, নেপালে অহরহই ঘটছে পাচারের মতো ঘটনা৷ পাচারকারীরা ঘাঁটি গেড়েছে বাংলাদেশেও৷
সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে শিশুপাচারের সংখ্যা ছিল ৪১ হাজার ৮৯৩৷ তার ঠিক পরের বছর শিশুপাচারের সংখ্যা কমে দাঁড়ায় ৩৭ হাজার ৮৫৪৷ শিশুপাচারের পাশাপাশি শিশুদের ওপর যৌন হেনস্তা-সহ নানা অপরাধের সংখ্যাও ক্রমশই বাড়ছে৷ ১ লক্ষ ৬ হাজার ৯৫৮টি শিশু হেনস্তার রিপোর্ট মা পড়েছিল ২০১৬ সালে৷ ২০১৫ সালে সংখ্যাটা ছিল আরও কম৷ ২০১৬সালে শিশুপাচার  ও হেনস্থার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত সংশ্লিষ্ট মন্ত্রক৷