কিশোর বাংলা প্রতিবেদন: যুক্তরাজ্যের লন্ডনে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী স্কুল পঞ্চখ- হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয় (পিএইচজি) –এর উৎসবমুখর পরিবেশে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি ব্যাংকোয়েটিং হলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ৭ শরও বেশি অতিথি। অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয় এলবি টিভিতে।
উদযাপন কমিটির আহ্বায়ক আসেক আহমদ আসুকের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব শিহাব উদ্দিন কাজল ও এম মাসুদ আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উদযাপক কমিটি ও উপদেষ্টা কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এরপর সাংস্কৃতিক উপ কমিটির সদস্য বিনায়ক দেব জয়ের নেতৃত্বে উদযাপন কমিটির ৭৫ সদস্যের কণ্ঠে ধ্বনিত হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। উদযাপক কমিটির আহ্বায়ক আসেক আহমদ স্বাগত বক্তব্যে অভ্যর্থনা জানান সবাইকে।
শতবর্ষে পা দেওয়া পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সুহৃদ-শুভাকাঙ্খী ও সাবেক শিক্ষার্থী যারা আর বেঁচে নেই তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় বিশেষভাবে স্মরণ করা হয় গত ৩০ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে বাড়ি ফেরার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলের প্রাক্তন ছাত্র ও বিয়ানীবাজারে ছয় তরুণকে।
পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘গৌরবের ১০০ বছর: পঞ্চখ- হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়’ শীর্ষক ইতিহাস ও স্মৃতিবিজড়িত স্মারকগ্রন্থ।
আলী আহমদ বেবুলের সম্পাদনায় প্রকাশিত এই স্মারকের মোড়ক উন্মোচন ছিলো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
স্মারক প্রকাশনা পর্ব শেষে শুরু হয় আনুষ্ঠানিক স্মৃতিচারণ পর্ব। ১৯৪৫ থেকে ২০০৯। যুক্তরাজ্যে বসবাসকারী এই ছয় দশকের ৪৯টি ব্যাচের পরিচিতি ও স্মৃতিচারণের আবেগে আপ্লুত হয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।