রোহিঙ্গা শিশুরা শিক্ষা থেকে বঞ্চিতই থাকছে
কিশোর বাংলা প্রতিবেদন: মিয়ানমারের রাখাইনে থেকে যাওয়া রোহিঙ্গা শিশু ও যুবকদের সে দেশের সামরিক বাহিনীর কঠোর বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে। যে কারণে তারা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না। একইভাবে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতেও রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ সীমিত। ফলে রোহিঙ্গারা শিক্ষাবঞ্চিতই থাকছে।
সম্প্রতি নতুন একটি প্রতিবেদনে এমন হুশিয়ারি দিয়েছে যুক্তরাজ্যের বার্মিজ রোহিঙ্গা সংগঠন।
এ বিষয়ে মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটসের কুইনলে বলেন, রাখাইন রাজ্যে জাতিগত বিভাজনের ভেতর বছরের পর বছর ধরে বৈষম্য সহ্য করে শিক্ষক সংগ্রহ তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর ধরপাকড় থেকে বাঁচতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আগে থেকে আরও চার লাখ এখানে অবস্থান করছেন।
বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে অবস্থানরত শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ নিষিদ্ধ। তবে বিকল্প হিসেবে এসব শিশুর অনানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রে যাওয়ার সুযোগ থাকলেও তা পর্যাপ্ত নয়। বিভিন্ন দাতব্য সংস্থা এ ধরনের স্কুল পরিচালনা করে আসছে।