কিশোরবাংলাপ্রতিবেদন: একটি শিশু যে পরিবেশে যেসব অধিকার পেয়ে বড় হওয়ার কথা, সেসব অধরাই থেকে যায় মিয়ানমারের রোহিঙ্গা পরিবারে জন্ম নেওয়া শিশুদের জীবনে।
রোববার কক্সবাজারের রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশে শিশু সাংবাদিকতার প্রথম ওয়েবসাইট ‘হ্যালো’। ‘ঝুঁকিতে রোহিঙ্গা শিশু’ শিরোনামে এই আয়োজনের সঙ্গে ছিল জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ।
কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিনশ শিশুর মধ্যে থেকে বাছাইয়ের পর ২০ শিশু সাংবাদিককে সাংবাদিকতা ও ভিডিওগ্রাফির ওপর প্রশিক্ষণ দেয় হ্যালো।
শনিবার তাদের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ ছিল কুতুপালং ও বালুখালী ক্যাম্পে। সেই অভিজ্ঞতা জানানোর পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্কটের সমাধানে নিজেদের মতামতগুলোও তারা রোববারের আলোচনায় তুলে ধরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঞ্চালনায় ইউনিসেফের পক্ষে এ আলোচনায় অংশ নেন সংস্থার মুখপাত্র শাকিল ফয়জুল্লাহ।
ক্যাম্পের অভিজ্ঞতা থেকে শিশু সাংবাদিকরা জানায়, আশ্রয় শিবিরের রোহিঙ্গা শিশুদের বঞ্চনার শুরু হয়েছে তাদের জন্মের আগে থেকেই। রাখাইনের গ্রামে অধিকারবঞ্চিত জীবনে তাদের অনেকের পরিবারকে এমন পরিস্থিতিতে দিন পার করতে হয়েছে, যেখানে একটি শিশুর সব অধিকার নিশ্চিত করা প্রায় অসম্ভব।