রেলওয়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে। একটি চটপটে ছেলেকে সবার পছন্দ হলো। চেয়ারম্যান একটু বাজিয়ে নিতে চাইলেন। : ধরো, একটা দ্রুতগামী টেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। টেনটা থামানো দরকার। তখন কি করবে তুমি? : লাল নিশান উড়াবো। : যদি রাত হয়? : লাল আলো দেখাবো। : লাল আলো যদি না থাকে? : তাহলে, আমার বোনকে ডাকবো। : বোনকে! তোমার বোন এসে কি করবে? : কিছু করবে না। ওর অনেক দিনের শখ একটা ট্রেন-অ্যাকসিডেন্ট দেখার।