কিশোরবাংলাপ্রতিবেদন: শিক্ষার্থীদের মধ্যে পড়ার দক্ষতা ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকার চারটি এলাকার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিড বাংলাদেশের ৩২১টি শ্রেণিকক্ষ পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে মতিঝিল, রমনা, ডেমরা ও লালবাগ থানার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই পাঠাগারগুলো উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল এবং লেখক আনিসুল হক।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মানসম্মত শিক্ষার উন্নয়নে জীবনমান সহায়ক শিক্ষা প্রসারে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
শ্রেণিকক্ষ পাঠাগারগুলোতে নিজস্ব প্রকাশনায় এ পর্যন্ত ১০৩ টি গল্পের বই প্রকাশসহ প্রায় ৮০ লক্ষ বই সরবরাহ করেছে রুম টু রিড বাংলাদেশ।