কিশোরবাংলাপ্রতিবেদন: রাশিয়ায় ভারোনেজ স্টেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যালচারার প্রোগ্রাম’-এ অংশ নিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা। এ অনুষ্ঠানের আয়োজন করে ভারোনেজ স্টেট বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর মিখাইল ডিরাপালু এবং বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ডিন রবার্ট আলবার্ট।
এ আয়োজনে অংশ নেয় বাংলাদেশের অর্ধশত শিক্ষার্থী। ছাড়া চীন, মিশর, মরক্কো, সিরিয়া, ইরাক, নাইজেরিয়া, নেপাল, তুর্কিমিনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের অনেক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানি, পায়েস, দুধ চিতুই, মতিচূর লাড্ডু, সিঙ্গারা, দই ইত্যাদি পরিবেশন করে। এছাড়া দেশীয় সংস্কৃতির অংশ হিসেবে একতারা, তবলা, রিকশা, নকশী কাঁথা, বাঁশীসহ বিভিন্ন মৃৎশিল্প পণ্যের প্রদর্শনী করে।