রাজাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
কিশোর বাংলা প্রতিবেদন: ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নতুন বই দেওয়া হয়েছে। উপজেলার অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে শিশু থেকে পঞ্চম শ্রেণির ১৩০ জন শিক্ষার্থীদের মধ্যে এ বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মো. আলমগীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল।
অনুষ্ঠানে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উপদেষ্টা আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ খানসহ সুধীজনরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।