কিশোরবাংলাপ্রতিবেদন: বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে বুধবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে কারওয়ান বাজার-ফার্মগেট সড়ক দখলে নিয়ে বিক্ষোভ করছেন সরকারি বিজ্ঞান কলেজ ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বেলা ১১টার দিকে কারওয়ান বাজার-ফার্মগেট সড়ক ছেড়ে দিয়ে সাইন্সল্যাবের দিকে চলে যান শিক্ষার্থীরা। সেখানে ৭ কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেবে।
সাত কলেজসমূহ হলো, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, গভ. ল্যাবরেটরী কলেজ, বিএফ শাহীন কলেজ ও রেসিডেন্সিয়াল কলেজ।
পান্থপথ মোড় দখল করে বিক্ষোভ করছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
এতে পান্থপথ মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরী যান চলাচল করতে দেয়া হচ্ছে।