রাজধানীতে শিশু বাসচালকের ভিডিও ভাইরাল

কিশোর বাংলা প্রতিবেদন: রাজধানীতে এক শিশু বাসচালকের ভিডিও ভাইরাল হয়েছে। এ ভিডিও ফেসবুকসহ সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ায় পর তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
২ মিনিট ৪৬ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায় রাজধানীর ব্যস্ততম সড়কে এক শিশু একটি যাত্রীবাহী বাস চালাচ্ছে। ১২/১৩ বছরের ওই শিশুটি প্রশাসনের কোনো রকম বাধা ছাড়াই মহাসড়কে বাস চালাচ্ছে। ওই বাসে অনেক যাত্রীও দেখা যাচ্ছে। তবে কোনো এক যাত্রী মোবাইলে শিশু বাসচালকের ভিডিও ধারণ করেন।
এদিকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন অনেক শিক্ষার্থী।
এ সময় মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস তাদের ওপর উঠিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই এক ছাত্র ও এক ছাত্রী নিহত হয়।
আর এমন ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে এ শিশু বাসচালকের ভিডিও ভাইরাল হয়। এতেই মহসড়কে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে ব্যাপক আলোচনা-সমলোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।