রাজধানীতে রাস্তা থেকে নবজাতক উদ্ধার
কিশোর বাংলা প্রতিবেদন: রাজধানীর খিলগাঁও এলাকার রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে খিলগাঁও সি ব্লকের একটি বাসার সামনে থেকে উদ্ধার ওই নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
খিলগাও থানার পুলিশ ফাঁড়ির এএসআই মো. শহিদুল ইসলাম বলেন, সকালে গৃহকর্মী হিসেবে কাজ করা এক নারী কাজে যাওয়ার পথে সি ব্লকের ওই বাসার সামনের রাস্তা থেকে নবজাতকের কান্নার শব্দ পায়। পরে কাছে গিয়ে দেখে একটি শপিং ব্যাগের ভেতর নবজাতক কন্যা সন্তান। পরে খবর পেয়ে ওই নবজাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসক অধ্যাপক মনিষা ব্যানার্জির অধীনে ওই নবজাতক ভর্তি রয়েছে বলে জানান এএসআই শহিদুল।