কিশোরবাংলাপ্রতিবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য ইংরেজির ওপর বিশেষ সহায়িকা দিচ্ছে রবির ‘টেন মিনিট স্কুল’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, ইংরেজি ব্যকরণের মৌলিক বিষয়ের বিশদ আলোচনা নিয়ে রবি টেন মিনিট স্কুলে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে।
লাইভ ক্লাসগুলোতে ইংরেজি ব্যাকরণের বিভিন্ন সমস্যার সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যেন আনন্দ নিয়ে শিখতে পারে, সেজন্য টেন মিনিট স্কুলে রয়েছে নানা কনটেন্ট।
শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির মান যাচাইয়ের জন্য লাইভ ক্লাসের কুইজ সেকশনে অংশ নিতে পারবে। পাশাপাশি লাইভ ক্লাসে অংশ নিয়ে জিতে নিতে পারবে ফোরজি হ্যান্ডসেট, স্মার্ট ওয়াচ, হেডফোন এবং জাতীয় দলের ক্রিকেট প্লেয়ারদের সাইন করা ব্যাটের মতো পুরস্কার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ২৫টি প্রশ্নে জন্য ৩০ নম্বর থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজিতে ভালো স্কোর করতে না পারলে শিক্ষার্থীদের জন্য পছন্দ অনুযায়ী বিষয় পাওয়া কঠিন হয়। এ কারণে রবির টেন মিনিট স্কুলে ইংরেজির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।