যে গ্রামে শিশু-কিশোরদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
কিশোর বাংলা প্রতিবেদনঃ শিশু ও কিশোরদের জন্য মোবাইল ফোন ব্যবহার কতটা উপযোগি তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই বয়সে মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক দিকই বেশি। এজন্য বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই ইলেক্ট্রনিক ডিভাইসটি ব্যবহার নিষিদ্ধ ভারতের গুজরাটের একটি গ্রামে।
গুজরাটের মেহসানা অঞ্চলের গ্রাম প্রধানের নির্দেশে সেখানে শিশু ও কিশোরদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
গ্রাম প্রধান মনে করেন, নানা শারীরিক সমস্যার মূলে রয়েছে এই মোবাইল ফোন। গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেলের যুক্তি, মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে তরুণদের মনে বিরক্তি, হতাশা তৈরি হয়। যা তাদের বাস্তব জীবন থেকে আলাদা করে দেয়।
পঞ্চায়েতের বৈঠকে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেল এ সিদ্ধান্ত নেন। তবে কেউই এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। এখন শিশু-কিশোর ওই নিয়ম মেনে চলছেন।