যুদ্ধের জন্য তৈরি হচ্ছে উত্তর কোরিয়ান শিশু

কিশোর ডেস্ক প্রতিবেদন : কিম জং উনের বিশেষ নির্দেশে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছে উত্তর কোরিয়ান শিশুদের। দেশটির বর্তমান সরকার শৈশব থেকেই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আয়োজন করছে।
আন্তর্জাতিক এক টেলিভিশন মাধ্যমের ফেসবুক থেকে সম্প্রতি একটি ভিডিও চিত্রে এই প্রশিক্ষণের দৃশ্য দেখা যায়।
৬ জুন উত্তর কোরিয়ার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুদের নকল গ্রেনেড নিক্ষেপ, মেটাল ফ্রেমের নিচে সেনা-হামাগুড়ি ও কাঁধে এ কে ফরটি সেভেনের মতো বন্দুক বহন করে নিজেদের বেষ্টনী পার করতে অনুশীলন করানো হচ্ছে।
ভিডিও চিত্রটিতে সামরিক অনুশীলন প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাইং হিউন-জং বলে, ‘আমি সেনা বাহিনীতে যোগ দেব সম্মানিত সর্বশ্রেষ্ঠ নেতা কিম জং-ইনকে সামরিক শক্তি দিয়ে সমর্থন করতে।’
শিক্ষক রি সু-রিঅন বলেন, ‘আমরা অনুষ্ঠানটির আয়োজন করেছি আমাদের দেশ রক্ষার শিশুদের সাহস দিতে, শত্রু তাড়াতে ও তাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে। এবং সেনাপতির প্রথম-সামরিক বিপ্লবী নেতৃত্বের সমর্থনে।’
অনুষ্ঠানে শিশুরা নাচ-গানও করেছিল। সেই সঙ্গীতও ছিল রণসঙ্গীত।
ওই আয়োজনে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। যেখানে তারা তাদের সন্তানদের পারদর্শিতা উপভোগ করেন।
কোরিয়ান সরকার মার্কিন আক্রমণকে একটি বাস্তব সম্ভাবনা মনে করেই সব কোরিয়ান শিশুকে ‘কোরিয়ান শিশু ইউনিয়ন’র সদস্য হিসাবে এই প্রশিক্ষণের আওতায় এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *