কিশোরবাংলাপ্রতিবেদন: জামালপুরের মেলান্দহ উপজেলার কিশোর সাংবাদিক রোভার স্কাউট মো. মেহেদী হাসান বয় স্কাউট অব আমেরিকার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছে।
আগামী ২৪ মে কাতার এয়ারওয়েজ (কিউআর-৬৩৫) ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করবে।
মেহেদী হাসান বাংলাদেশ স্কাউটসের পক্ষে জর্জিয়ার আটলান্টায় স্কাউট ক্যাম্পে ইন্টারন্যাশনাল ক্যাম্প স্টাফ হিসেবে সেখানে দুই মাস অবস্থান করবে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সামার ক্যাম্পে আবার ক্যাম্প কাউন্সিলর হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি মেহেদী হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে স্কাউটস-রোভার স্কাউট কাজে মেহেদী হাসান জাপান, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ভারতসহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর করেছে।
মেহেদী ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক সচিত্র সাংবাদিক পত্রিকার মধ্যদিয়ে শিশু সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কিশোর সাংবাদিক হিসেবে জাতিসংঘের শিশু-কিশোর বিষয়ক পত্রিকা হ্যালো ডট কম, বাংলাদেশ স্কাউটস’র পত্রিকা মাসিক অগ্রদূতে কাজ করেছে।
জাতীয়-স্থানীয় পত্রিকায় শিশু-কিশোর বিষয়ে তার বহু ফিচারও ছাপা হচ্ছে। মেহেদী হাসান মেলান্দহ রিপোর্র্টার্স ইউনিটি আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি সাংবাদিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছে।
মেহেদী হাসান ময়মনসিংহ পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের মাধ্যমে তার স্কাউটিংয়ে হাতেখড়ি। পরে ময়মনসিংহ ময়মনসিংহ মুক্ত স্কাউট দলের সদস্য নির্বাচিত হয়। এছাড়াও সে বাংলাদেশ স্কাউটসের আজীবন সদস্য।
বর্তমানে বাংলাদেশ স্কাউটসের আন্তজার্তিক বিভাগের টাস্কফোর্সের (এশিয়া প্যাসিফিক রিজিওন) সদস্য সচিব এবং একই বিভাগের ষান্মসিক বুলেটিন প্রকাশনা কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করে যাচ্ছেন।