কিশোরবাংলাপ্রতিবেদন: যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলে একটি কম্পাউন্ড থেকে অনাহারে মরতে বসা ১১ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুগুলোর বয়স এক থেকে ১৫ বছরের মধ্যে। দেখে মনে হয় তারা তৃতীয় বিশ্বের কোনো দেশের শরণার্থী।
শিশুগুলো মাটির ভেতর কিছুটা ডেবে যাওয়া একটি নষ্ট কভার্ডভ্যানের মধ্যে অত্যন্ত মানবেতর অবস্থায় ছিল। নোংরা কাপড়ে থাকা শিশুগুলোর পায়ে কোনো জুতা পর্যন্ত ছিল না বলে জানায় পুলিশ। সেখানে পানি কিংবা বিদ্যুৎও ছিল না।
ঘটনাস্থল থেকে আরও পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে খুঁজে পায় পুলিশ। যাদের মধ্যে দুইজনের কাছে ভারী অস্ত্র ছিল।
কেউ একজন পুলিশের কাছে ‘আমরা অনাহারে আছি, আমাদের খাবার ও পানি দরকার’ লেখা বার্তা পাঠায়।
এ বার্তা পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে তল্লাশি অভিযান শুরু করে।