যুক্তরাষ্ট্রে কিরাত প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর

কিশোর বাংলা প্রতিবেদনঃ যুক্তরাষ্ট্রে কিরাত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শতাধিক বাংলাদেশি শিশু-কিশোর, বিজয়ীদের পুরস্কার দেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের উডসাইডে গুলশান টেরেসের মিলনায়তনে এ আয়োজন করে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক’। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সিটি কাউন্সিলম্যান কস্টা কন্সটেন্টটিনাইডস।

ইফতার মাহফিলের পর বিভিন্ন পর্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে সাদিয়া ফয়জুননেসা বলেন, “এ প্রবাসে জন্মগ্রহণকারী প্রজন্মকে বাঙালি সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রাখার ক্ষেত্রে এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সোসাইটিকে এমন কর্মযজ্ঞ আরও বেশি করতে হবে। কনস্যুলেট থেকেও এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, নিউ ইয়র্ক অঞ্চলের ৯৫টিরও বেশি মসজিদে আরবি শেখানো কার্যক্রমের আওতায় এসব শিশু-কিশোররা কোরআন শিখছে। আর এ প্রতিযোগিতায় সহায়তা দেন ইসলামিক টিভির মহাপরিচালক ও কার্যনির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজউদ্দিন বাবরের আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামিম হোসেন, কমিউনিটি নেতা মইনুল ইসলাম মিয়া, ফখরুল আলম, আজহারুল হক মিলন, আলী ইমাম, জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, সানি মোল্লাহ, অহসান হাবিব, আবুল কালাম ভূইয়া, বাকির আজাদ, ফারহানা চৌধুরী, সারওয়ার খান বাবু, মফিজ আহমেদ, এমদাদুল হক কামাল, মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, প্রচার সম্পাদক শুভ রায়, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের কার্যনির্বাহী মোহাম্মদ শামসুদ্দিন বাশার, ওয়াসি চৌধুরী ও মিজানুর রহমান।