কিশোরবাংলাপ্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সিনেটররা এখন থেকে চেম্বারে ভোট দেওয়ার সময় কোলের শিশুকে সেখানে নিয়ে যেতে পারবেন। সর্বসম্মত ভোটে সিনেটররা বিরল এ নিয়ম চালুর সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ইলিনয় অঙ্গরাজ্যের জুনিয়র সিনেটর টামি ডাকওয়ার্থ অফিসে থাকার সময়ই সন্তান জন্ম দিয়ে ইতিহাস গড়ার এক সপ্তাহ পর এ উদ্যোগ এল।
সন্তান জন্মের পর তার যত্ন নেওয়ার পাশাপাশি সাংবিধানিক দায়িত্ব পালন কিভাবে করবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন টামি ডাকওয়ার্থ।
এরপরই সিনেটররা পরিবার-বান্ধব নীতি প্রনয়ণের মাধ্যমে উদাহরণ সৃষ্টির উদ্যোগ নেন এবং সর্বসম্মতিক্রমে নবজাতকদেরকে চেম্বারে নিয়ে আসার প্রস্তাব পাস হয়।
নতুন এ নিয়মের আওতায় সিনেটররা এক বছরের কম বয়সী শিশুদের চেম্বারে নিতে পারবেন এবং ভোট চলার সময় তাদেরকে স্তন্যপানও করাতে পারবেন।
এক বিবৃতিতে ডাকওয়ার্থ বলেছেন, “এজন্য আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।”
সিনেট রুলস কমিটির চেয়ারম্যান রয় ব্লুন্ট বলেন, বাবা-মা’র দায়িত্ব পালন খুবই কঠিন। সিনেটের নিয়মের কারণে তা আরো কঠিন করে ফেলা উচিত হবে না।
“সিনেটে বাবা-মা’র প্রয়োজন পূরণে এ নিয়ম চালু করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি সিনেটর ডাকওয়ার্থ ও তার পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার কন্যার সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”