কিশোরবাংলাপ্রতিবেদন: শিশু আইন অনুসারে এবং সুপারিশের আলোকে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে শিশুবান্ধব আদালত কক্ষ।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, থানা কিংবা আদালত অঙ্গনে শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস’। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঁচ সদস্যের এই স্পেশাল কমিটিকে সার্বিক সহযোগিতা করছে ইউনিসেফ। শিশু আইন অনুসারে দেশে শিশুবান্ধব আদালত স্থাপনে ২০১৭ সাল থেকেই স্পেশাল কমিটি ও ইউনিসেফ যৌথ উদ্যোগে কাজ করছে।
শিশু আইন প্রণয়নের আগে লাল সালু মোড়ানো আদালত কক্ষে শিশুদের বিচার করা হতো। কিন্তু আইন প্রণয়নের পর শিশুদের বিচার হয়ে আসছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। তবে শিশুবান্ধব আদালত কক্ষে থাকছে প্রচলিত আদালত ব্যবস্থার থেকে একেবারেই ভিন্ন পরিবেশ।
শিশুদের মানসিকতাকে গুরুত্ব দিয়ে দেশে এই প্রথম শিশুবান্ধব আদালত গড়ে তোলা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় রয়েছে এই আদালতটি। আদালতের প্রতিটি কক্ষ শিশুসুলভ চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। সেখানে রয়েছে শিশুদের জন্য পরিচর্যা কেন্দ্র ও ওয়েটিং রুম। শিশুদের উপযোগী চেয়ার-টেবিল ও টয়লেট তো আছেই। শিশুদের পাশাপাশি তাদের পরিবারের-পরিজনের জন্য রয়েছে একটি ওয়েটিং রুম। এছাড়া, আদালতটিতে সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তার জন্যও একটি কক্ষ রয়েছে।