ময়মনসিংহে ৫৩ জন প্রবেশপত্র পায়নি

কিশোর বাংলা প্রতিবেদন: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবেশপত্র না পাওয়ায় ৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা সকারে গফরগাঁও থানা ঘেরাও করেছেন।
গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, প্রবেশপত্র না পাওয়ায় রৌহা উচ্চ বিদ্যালয়ের ৩৭ জন এবং উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
তিনি জানান, ২০১৬ সালেও পরীক্ষার আগের দিন রাতে রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ তার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের হাতে ভুয়া প্রবেশপত্র ধরিয়ে দেন। ২০১৭ সালে পরীক্ষার দুই ঘণ্টা আগে প্রবেশপত্র হাতে পায় একই বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।
মারুফ আহমেদের বিরুদ্ধে এ বছর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসএসসি পরীক্ষার্থী উথুরা গ্রামের মিম, জান্নাত, শামছুন্নাহার, স্বর্ণা, ধামাইল গ্রামের হাজেরা ও ঝুমুর বলেন, উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা পপির মাধ্যমে রৌহা উচ্চ বিদ্যালয় থেকে তারা ১৬ জন এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেন।
কিন্তু যথাসময়ে পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারছেন না বলে তারা জানান। তাদের ভাষ্য, পরীক্ষার আগমুহূর্তে কোনো শিক্ষককেও খুঁজে পাননি। সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ ব্যাপারে ইউএনও স্যারের কাছে গেলে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম রহমান বলেন, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।