মোবাইলে বেশি সময় কাটালে শিশু যা অনুভব করে

কিশোর বাংলা প্রতিবেদন: আন্তর্জাতিক একটি জরিপে দেখা যায় যে মা-বাবা মোবাইলে অতিরিক্ত সময় কাটালে শিশুরা নিজেদের গুরুত্বহীন মনে করে।

জরিপটি বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬ হাজার শিশুর মধ্যে করা হয়। এর মধ্যে ৫২% শিশুই মনে করে যে তাদের বাবা-মায়েরা মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। প্রায় প্রত্যেক মা-বাবাই তাদের সন্তানের এ মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং আশঙ্কা প্রকাশ করেন নিজেদের বাজে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করায়।

খাবার সময়, কথা বলার সময়, টিভি দেখার সময় এবং খেলার সময় মা-বাবারা যখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন সন্তানরা তখন নিজেদের খুবই গুরুত্বহীন মনে করে। তারা তখন মনে করে তাদের তুলনায় মোবাইল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তারা চারপাশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না, নিজেদের প্রকাশ করতে পারে না।

অনেক অভিভাবক জানান, তাদের সন্তানরাও মোবাইলে বেশি সময় কাটায়। কিন্তু এর জন্যও তারা নিজেদেরই দায়ী মনে করেন।

জরিপে ফলাফল হিসেবে যেটা উঠে আসে তা হলো- সন্তানরা তাদের মা-বাবাকে আদর্শ মনে করে এবং তারা পরিবার থেকেই শেখে। তাই মা-বাবার উচিত পরিবারে ভালো অভ্যাসগুলো চর্চা করা। স্বাভাবিকভাবেই মা-বাবার অতিরিক্ত মোবাইল-আসক্তি তার সন্তানকেও একই কাজে উদ্বুদ্ধ করে।