মেয়ে শিশু কি নিজ বাসায়ও নিরাপদ?

কিশোর বাংলা প্রতিবেদন:  মেয়ে শিশু কি নিজ বাসায়ও নিরাপদ? বিভিন্ন ক্ষেত্রে নারীর ওপর যৌন নিপীড়ন, সহিংসতা ও হয়রানি ঠেকাতে সচেতনতামূলক নির্মাণ উদ্যোগ নিয়েছেন দেশের ৯ নির্মাতা। তারই ধারাবাহিকতায় নির্মিত হলো জসিম আহমেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘চকলেট’।
‘সিনেমা হোক অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের হাতিয়ার’- এই শিরোনামের আওতায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চকলেট’। নির্মাতা আফজাল হোসেন মুন্নার তৈরি করা চ্যালেঞ্জ প্ল্যাটফর্মে ‘হ্যাসট্যাগ আই স্ট্যান্ড ফর ওম্যান’ বক্তব্যকে সমর্থন করে ‘চকলেট’ ছবিটি নির্মাণ করেছেন জসিম আহমেদ।
 নিজ বাসায় ঘটে যাওয়া এমন ঘটনায় সারা জীবন সে কিভাবে ভোগ করে-এমন বিষয়বস্তুর উপর নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ‘চকলেট’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, চন্দা, আজিজুল হাকিম, শিল্পী সরকার অপু, শিশু শিল্পী নদী।