কিশোরবাংলাপ্রতিবেদন: মেধাবী শিক্ষার্থী কাকলি আক্তারের পাশে দাঁড়ালো ট্রাস্ট কলেজ। গৃহকর্মীর কাজ করে এসএসসিতে জিপিএ-৪ পেয়েছে কাকলি।
পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের কাবুল হোসেনের মেয়ে কাকলি আক্তার। মা রিনি বেগম গৃহকর্মীর কাজ করেন। দরিদ্র্যতার সঙ্গে যুদ্ধ করে এবার এসএসসিতে জিপিএ-৪ পেয়ে পাস করেছে সে। মায়ের সঙ্গে অন্যের বাসায় কাজ করে পড়ালেখা চালিয়ে যায় কাকলি।
ট্রাস্ট কলেজের পক্ষ থেকে কাকলির পড়ালেখা ও হোস্টেল খরচ বহনের দায়িত্ব নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়া। উচ্চমাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নের জন্য দুই বছরের যাবতীয় খরচ ট্রাস্ট কলেজ থেকে তাকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে।
অনেক কষ্টে এসএসসি পাস করলেও কলেজে পড়ালেখার খরচ বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিলো। সম্প্রতি একটি মিডিয়ায় কাকলির বিষয়টি প্রতিবেদন আকারে প্রচার হলে ট্রাস্ট কলেজ কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ায়।